প্রকাশিত: Wed, Feb 15, 2023 4:18 PM
আপডেট: Wed, May 14, 2025 8:00 PM

ইবিতে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে তদন্ত কমিটি

নিয়ামতুল্লাহ: ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চেীধুরী অন্তরা ও তার সহযোগীদের অপরাধ তদন্তে এই কমিটি গঠন করা হয়েছে। ৫ সদস্যের কমিটির আহ্বায়ক আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলকে আহ্বায়ক ও সদস্য সচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. আলীবদ্দীন খান। 

কমিটির অন্য সদস্যরা হলেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শার্মা, খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এই ঘটনার বিচার চেয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের সভাপতি ইমানুল সোহান ও মুখলেসুর রহমান সুইট বলেন, আবাসিক হলের অভ্যন্তরে ১ম বর্ষের একজন শিক্ষার্থীকে যেভাবে র‌্যাগিংয়ের নামে নির্যাতন করা হয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব